নিজস্ব সংবাদদাতাঃ এবার বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠিতে সাংসদ অনুরোধ করেছেন যে ১৪ ই আগস্ট-"পার্টিশন হররস স্মরণ দিবস" এর তাৎপর্য স্কুল শিক্ষার্থীদের তাদের ইতিহাসের পাঠ্যক্রমের অংশ হিসাবে শেখানো উচিত। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে বলেছিলেন, দেশভাগের যন্ত্রণা ভোলা যাবে না। দেশভাগের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে ১৪ আগস্ট 'পার্টিশন হররস স্মরণ দিবস' হিসেবে পালন করা হবে।