রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জেলেনস্কির

author-image
Harmeet
New Update
রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জেলেনস্কির

নিজস্ব সংবাদদাতাঃ  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে রাশিয়ার 'পারমাণবিক ব্ল্যাকমেইলের' প্রতিক্রিয়া হিসেবে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "প্লান্টের এলাকায় উসকানিমূলক গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। উদ্ভিদের আড়ালে, আক্রমণকারীরা নিকটবর্তী শহর এবং সম্প্রদায়গুলোকে গুলি করছে। রাশিয়ান সামরিক বাহিনী কারখানাটির সুবিধাগুলোতে অস্ত্র ও সরঞ্জাম লুকিয়ে রাখে। স্টেশনটি কার্যত খনন করা হয়েছে"।



তিনি বলেন, 'আলোচনা থেকে সরে এসে রাশিয়ার বিরুদ্ধে, রোসাটম এবং সন্ত্রাসী রাষ্ট্রের সমগ্র পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নতুন কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানানো প্রয়োজন। কোনো শর্ত ছাড়াই রাশিয়ার সব বাহিনীকে অবিলম্বে স্টেশন ও পার্শ্ববর্তী এলাকা থেকে সরে যেতে হবে'।