‘বাবার অবস্থা গুরুতর, তবে রসবোধ অক্ষত’, বলছেন রুশদির ছেলে

author-image
Harmeet
New Update
‘বাবার অবস্থা গুরুতর, তবে রসবোধ অক্ষত’, বলছেন রুশদির ছেলে

নিজস্ব সংবাদদাতাঃ সালমান রুশদির অবস্থা এখনও গুরুতর কিন্তু তার স্বাভাবিক “সাহসী এবং প্রতিবাদী” রসবোধ একেবারে অক্ষুণ্ণ রয়েছে। সোমবার (১৫ অগস্ট) এমনটাই জানিয়েছেন লেখকের ছেলে জাফর রুশদি। সোমবার টুইটারে সালমান রুশদির শারীরিক অবস্থা এবং তাঁর উপর হওয়া হামলার বিষয়ে একটি পারিবারিক বিবৃতি প্রকাশ করেন জাফর রুশদি। অন্যদিকে, আমেরিকার নিউইয়র্ক প্রদেশের গভর্নর বলেছেন, “কাপুরুষোচিত আক্রমণ কোনও মানুষের কলমকে স্তব্ধ করতে পারে না।” 

                    

গত শুক্রবার নিউইয়র্ক প্রদেশে এক সাহিত্য অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন সালমান রুশদি। সেখানে মঞ্চেই তাঁকে ছুরিকাঘাত করেন এক দুষ্কৃতী। ৭৫ বছর বয়সী লেখককে নিকটবর্তী এক হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল ভেন্টিলেটরের সহায়তা। শনিবার তাঁর অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়েছে। এরপর তিনি কথাও বলেছেন।