জলঙ্গিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তি গ্রেপ্তার, উদ্ধার চীনা লোগোযুক্ত অস্ত্র
মেদিনীপুরে সুপার মার্কেটে আগুন লাগার পর হুঁশ ফিরল পৌরসভার, শপিংমলগুলিতে অভিযান
এই প্রথম, ওমর আবদুল্লার সঙ্গে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর
ধীরে ধীরে ভাঙছে পাকিস্তানের কাঠামো— ভারতের একের পর এক সিদ্ধান্তে নাজেহাল পাকিস্তান, এবার সব থেকে কঠিন পদক্ষেপ নিল ভারত সরকার
পহেলগাঁও হামলার সন্ত্রাসীরা পালাতে পারে এই দেশে— বিমানবন্দরে শুরু তল্লাশি
কাশ্মীরের রাস্তায় নামলো সেনা কনভয়, সব দৌড়াচ্ছে পুলওয়ামার দিকে
পাকিস্তান থেকে মেইল ও পার্সেল আদান-প্রদান স্থগিত, ভারত সরকারের বড় সিদ্ধান্ত
মাধ্যমিকে সপ্তম স্থান- ফোন এল দেবের
পরীক্ষার আগে বাবার স্ট্রোক, ভালো রেজাল্ট করেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শালবনীর সুপ্রীতির

রুশদির উপর হামলা প্রসঙ্গে ইরানের মন্তব্যের কড়া জবাব ব্রিটেনের

author-image
Harmeet
New Update
রুশদির উপর হামলা প্রসঙ্গে ইরানের মন্তব্যের কড়া জবাব ব্রিটেনের

নিজস্ব সংবাদদাতাঃ বিশিষ্ট লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনা প্রসঙ্গে ইরানের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছিল, এই হামলার জন্য দায়ী লেখক নিজেই। এবার সেই মন্তব্যের কড়া ভাষায় জবাব দিল ব্রিটেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র সোমবার ইরানের এই মন্তব্যকে ‘হাস্যকর’ বলে ব্যাখ্যা করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রীর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সলমন রুশদির উপর হামলার জন্য তাঁকেই দায়ী করার বিষয়টি সম্পূর্ণভাবে হাস্যকর।” তিনি আরও বলেন, “এটা শুধু তাঁর উপর হামলা নয়। এই হামলা বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর। ব্রিটেন সরকার লেখক ও তাঁর পরিবারের পাশে রয়েছে। একইসঙ্গে গোটা বিশ্বে বাক স্বাধীনতার সামনে ঢাল হয়েও দাঁড়িয়ে থাকবে।” 

                           

প্রসঙ্গত, সলমন রুশদির উপর হামলার পর প্রথম সরকারি প্রতিক্রিয়ায় ইরানের তরফে সরকারি মুখপাত্র নাসের কানানি বলেছিলেন, বাক স্বাধীনতা মানে রুশদি কোনও বিষয়ে অপমান করবেন এমন হতে পারে না। তিনি আরও বলেছিলেন, “সলমন রুশদির ওপর হামলার ঘটনার জন্য আমরা তাঁকে এবং তার সমর্থকদের ছাড়া অন্য কাউকে নিন্দা বা নিন্দার যোগ্য মনে করি না।” কানানির বক্তব্য ছিল, এই ঘটনার জন্য ইরানকে দায়ী করার অধিকার কারও নেই।