নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসারিত করার অঙ্গীকার করে কিং জং উনকে চিঠি লিখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের স্বার্থের জন্য সম্পর্ক জোরদারের প্রয়োজন মনে করেন তিনি। এদিকে কিম বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে উভয় দেশের বন্ধুত্ব তৈরি হয়েছিল। চিঠিতে দুই দেশের মধ্যে ‘কৌশলগত সহযোগিতা, সমর্থন এবং সংহতির কথা উল্লেখ করেন কিম। তিনি বলেন, মূলত একই শত্রু দেশের বিরুদ্ধে লড়াই করছি আমরা।
সোভিয়েত ইউনিয়ন একসময় উত্তর কোরিয়ার অন্যতম মিত্র ছিল। অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং সহায়তা প্রদান করতো সেসময়। মাঝে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। তবে আবারও রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত হতে থাকে। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নেয় উত্তর কোরিয়া। পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বীকৃতি দেয় কিম প্রশাসন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পথ তৈরি হয়।