শীর্ষস্থান হারালেন রোহিত

author-image
Harmeet
New Update
শীর্ষস্থান হারালেন রোহিত

নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় এতো দিন ছিলেন রোহিত শর্মা। সেই জায়গাটা এবার হারালেন তিনি। আপাতত ক্রম তালিকার এক নম্বর স্থানে রয়েছেন মার্টিন গাপ্টিল। কুড়ি বিশের ক্রিকেটে গাপ্টিলের মোট রান ৩ হাজার ৪৯৭। দশ রানে পিছিয়ে রোহিত।