ভবিষ্যতের কথা মাথায় রেখে বিভিন্ন সিদ্ধান্তের কথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

author-image
Harmeet
New Update
ভবিষ্যতের কথা মাথায় রেখে বিভিন্ন সিদ্ধান্তের কথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা



নিজস্ব প্রতিনিধি-আজ আগরতলা স্থিত আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে জরুরী পরিষেবা তুলে ধরেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, "ব্রু শরণার্থীদের জন্য পুনর্বাসন এলাকায় ২০টি নতুন অঙ্গনওয়াড়ী কেন্দ্র স্থাপন করা হবে, ২০টি কেন্দ্রের মধ্যে ১০টি নতুন অঙ্গনওয়াড়ী কেন্দ্র স্থাপন আগামী ১০০ দিনের মধ্যেই করা সম্ভব হবে।" সেই সঙ্গে তিনি বলেন, "রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে আরক্ষা প্রশাসনে বিভিন্ন নিয়মিত পদে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আরক্ষা প্রশাসনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে অতিসত্ত্বর স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে।"



 তিনি বলেন, "রাজ্যের বনভূমি বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা আগর পলিসিও অনুমোদন করা হয়েছে এবং এর ফলে রাজ্যের অর্থনীতি বৃদ্ধি পাবে। অটল জলধারা মিশনে ২০২২ সালের ৩১শে জুলাই পর্যন্ত মোট ৪ লক্ষ ৯৬ হাজার ৪০৮টি বাড়িতে কার্যকর টেপ ওয়াটার সংযোগ দেওয়া হয়েছে। আগরতলার কুমারীটিলাস্থিত পুরাতন ডায়েট (DIET) ভবনে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইংরেজি মাধ্যম কলেজ শুরু হবে।"