হাবিবুর রহমান, ঢাকা: আগুনের অভিশাপ থেকে মুক্তি মিলছে না বাংলাদেশের রাজধানী ঢাকাবাসীর। বিশেষ করে পুরানো ঢাকায়। অহরহ ঘটছে প্রাণঘাতী অগ্নিকান্ড। সোমবার দুপুরের কিছু আগে ফের পুরানো ঢাকার চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুনে পুড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বাংলাদেশে রাষ্ট্রীয় শোক দিবসের দিনেই আরেক শোকাবহ কাণ্ড।
এর আগে পুরানো ঢাকার নিমতলী কিংবা চুড়িহাট্টাই নয়, পুরানো ঢাকার অলি-গলিতে কেমিক্যাল থেকে লাগা অসংখ্য অগ্নিকাণ্ডে পুড়েছে শত শত প্রাণ। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় আগুনে পুড়ে মারা গেছেন ৬৭ জন। এর ৯ বছর আগে নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গিয়েছিলেন ১২৪ জন। এ দুই ঘটনার জন্যই দায়ী করা হয় অবৈধভাবে পরিচালিত কেমিক্যালের গুদামের ব্যবসাকে। গত ১০ বছরে পুরানো ঢাকায় আগুনে পুড়ে মারা গিয়েছেন দেড় হাজার মানুষ। তবে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটেছে ২০১১ সালে ৩৬৫ জন। গত ১০ বছরে আগুনে আর্থিক ক্ষতির পরিমাণ ৪ হাজার ২৮৬ কোটি।