জঙ্গলের মাধুর্য ও রোমাঞ্চকর পরিবেশ উপভোগ করততে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই আকর্ষমীয় ওয়াকওয়ে

author-image
Harmeet
New Update
জঙ্গলের মাধুর্য ও রোমাঞ্চকর পরিবেশ উপভোগ করততে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই আকর্ষমীয় ওয়াকওয়ে

​নিজস্ব সংবাদদাতা : দেশের প্রথম ক্য়ানোপি ওয়াকওয়ে! কালী টাইগার রিজার্ভের অদূরেই রয়েছে বিখ্যাত  দুধসাগর জলপ্রপাত।

চারটি ৩০ ফুট উচ্চতায় বড় বড় গাছের সঙ্গে ক্যানোপি ওয়াকওয়ে যুক্ত করা হয়েছে। ক্যানোপি ওয়াকের জন্য বনের পশুরা তাঁদের ডেরায় স্বাভাবিক আচরণ ও নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে। চার বছর আগে তৈরি হওয়া এই ওয়াকওয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া ছিল না। এবার জঙ্গলের মাধুর্য ও রোমাঞ্চকর পরিবেশ উপভোগ করতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই আকর্ষণীয়  ওয়াকওয়ে।