নিজস্ব সংবাদদাতা : ফেসবুকের কভার পিকচারের জন্য নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার আইআইটি বোম্বে। নেটিজেনদের বক্তব্য, প্রতিষ্ঠানটি কভার পিকচারে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে য পতকার ছবিটি লাগিয়েছে তা আসল নয়, এডিট করা। সপ্তাহখানেক আগে ছবিটি আপলোড করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে আইআইটি বোম্বে-এর মূল ভবনের সামনের সবুজ মাঠ। তার ওপরে রয়েছে পতাকাটি।
সরকারের 'হর ঘর তিরঙ্গা' অভিযানের অংশ হিসেবে সারাদেশে অনেক ভবনে পতাকা উত্তোলন করা হয়েছে। আইআইটি বোম্বের ফেসবুক পেজে ছবিটি প্রায় আড়াই হাজার লাইক-কমেন্ট পেয়েছে। কমেন্ট এসেছে ২৫৫টি। শেয়ার করা হয়েছে ৫৩৯টি।