রাজ্যের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরলেন মানিক সাহা

author-image
Harmeet
New Update
রাজ্যের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরলেন মানিক সাহা



নিজস্ব প্রতিনিধি-আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আগরতলার আসাম রাইফেলস ময়দানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা তিনি বলেন, "রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্যের কর্মচারীদের উদ্ধুব্ধ করতে ২০২২ সালে জুলাই মাস থেকে ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেবার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।




এখনো পর্যন্ত ৯ হাজার ৯০৯ মেট্রিকটন ত্রিপুরার আনারস দুবাই ও কাতার সহ দেশের বিভিন্ন রাজ্যে রপ্তানি হয়েছে। বহু ফুলচাষী উপকৃত হয়েছেন এবং বিকল্প আয়ের উৎস খুঁজে পেয়েছেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১শে জুলাই ২০২২ পর্যন্ত ত্রিপুরা পুলিশ ৪১ হাজার ৬৭ দশমিক সাত দুই কেজি শুকনো গাঁজা, ৯২ হাজার ৪০১টি কফ সিরাপের বোতল, ৮৮ হাজার ৭৪১টি ট্যাবলেট এবং ৯ হাজার ৭২৮ গ্রাম হেরোইন আটক করেছে। এই সময়ে গাড়ি, মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে ১৩৮টি। সব মিলিয়ে ১৯ লক্ষ ২৮ হাজার ৫৭৫ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
বিভিন্ন শ্রেণীর ২৪ হাজার ৫০৫ জন ছাত্রছাত্রীকে ডঃ বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পে গ্রামীণ দরিদ্র পরিবারের প্রায় ৩ লক্ষ ৩৫ হাজার ২৬ জন মহিলাকে ৩৭ হাজার ২৪টি স্বনির্ভর গোষ্ঠীতে, ১৬০৫টি মহিলা স্ব-সহায়ক গোষ্ঠীর ভিলেজ ফেডারেশনে এবং ৪১টি -সহায়ক গোষ্ঠীকে ক্লাস্টার ফেডারেশনে সংগঠিত করা হয়েছে।" বলে তিনি জানান।