মণিপুরের ননি ব্রিজে উড়ছে তেরঙ্গা, রইলো ভিডিও

author-image
Harmeet
New Update
মণিপুরের ননি ব্রিজে উড়ছে তেরঙ্গা, রইলো ভিডিও


নিজস্ব সংবাদদাতা : ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, রেলমন্ত্রক একটি অত্যাশ্চর্য ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে একটি রেল সেতুতে বেশ কয়েকটি তিরঙ্গা উড়তে দেখা যাচ্ছে। ভিডিওটিতে মণিপুরের ননি ব্রিজের ওপরে জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে। ভারতীয় রেলওয়ের চলমান প্রকল্প এটি।

প্রকল্পটি সম্পন্ন হলে ব্রিজটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ। ভিডিওটির ক্যাপশনে রেল মন্ত্রকের তরফ লেখা হয়েছে,“তিরাঙ্গা নতুন উচ্চতায় উড়ছে।স্বাধীনতা দিবসের প্রাক্কালে চলমান বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথ পিয়ার ব্রিজ প্রকল্প, মনিপুরের ননি ব্রিজ-এ আমাদের তিরঙ্গা উড়ছে।" প্রসঙ্গত, ননি ব্রিজ ১১১ কিলোমিটার দীর্ঘ জিরিবাম-তুপুল-ইম্ফল নতুন বিজি লাইন প্রকল্পের অংশ। বর্তমানে এটি নোনির কাছে ইজাই নদী জুড়ে নির্মাণ করা হচ্ছে। সম্পূর্ণ হলে এর মোট দৈর্ঘ্য হবে ৭০৩ মিটার।