বেনজির, মাওবাদী স্মৃতিসৌধের উপরে হল পতাকা উত্তোলন!

author-image
Harmeet
New Update
বেনজির, মাওবাদী স্মৃতিসৌধের উপরে হল পতাকা উত্তোলন!







নিজস্ব সংবাদদাতা : ৭৫তম স্বাধীনতা দিবসে বেনজির ঘটনা ঘটলো ওড়িশায়। প্রথমবার মালকানগিরিতে মাওবাদী স্মৃতিসৌধের উপরে হল তেরঙা উত্তোলন। মালকানগিরি জেলার উপজাতীয়-অধ্যুষিত স্বাভিমান আঁচলের (কাটা-অফ এলাকা) বাসিন্দারা এইভাবেই উদযাপন করছে স্বাধীনতা দিবস। এ বছর স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো জেলার জনত্রি, গোরাসেতু, ঘনাবেদা এবং ওরাপদরে মাওবাদী নেতাদের স্মৃতিসৌধে তিরাঙ্গা উত্তোলন করেছে এলাকাবাসীরা।

অতীতে, এই অঞ্চলে মাওবাদীদের দ্বারা কালো পতাকা উত্তোলন করা হয়েছিল কারণ নিরাপত্তা কর্মীরা এই অঞ্চলে প্রবেশ করতে পারেনি, যেটি একসময় মাওবাদীদের কেন্দ্রস্থল এবং CPI-এর অন্ধ্র ওড়িশা বর্ডার স্পেশাল জোনাল কমিটির (AOBSZC) সদর দফতর হিসাবে বিবেচিত হত।নিষিদ্ধ সংগঠন এমনকি স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় জাতীয় পতাকা উত্তোলন নিষিদ্ধ ছিল।এমনকি সরকারি চত্বরেও তেরঙ্গা উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি। মাওবাদীরা এর আগে এই অনুষ্ঠানে ব্যাপক সহিংসতার আশ্রয় নেয়। মহুপদর-তেমুরূপালি অক্ষের (তুলসী অক্ষ) অবস্থাও একই ছিল।