নিজস্ব সংবাদদাতাঃ কালচিনিতে বেড়েছে যক্ষ্মা রোগীর সংখ্যা। প্রতিটি রোগী যাতে সুচিকিৎসা পায়,সেদিকে নজর রাখছে স্বাস্থ্য দফতর। যক্ষ্মা রোগের যে জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কোলোসিস এটি সাধারণ ব্যাকটেরিয়া নয়। এটি সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মী ব্যাকটেরিয়া। কালচিনি ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানান হয়েছে,দু সপ্তাহের বেশি কাশি, ওজন হ্রাস, ক্ষুধামান্দ্য, জ্বর ও রাতে ঘেমে যাওয়া, ক্লান্তি- এসব যক্ষ্মার সাধারণ লক্ষণ। যদি এই লক্ষণগুলো দেখা দেয় তবে আর দেরি না করে তাঁর ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত ।