নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবস উদযাপনের মাঝেও বিজেপিকে "ফ্রি কি রেভদি" নিয়ে খোঁচা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন,বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ভারতের বৃদ্ধির জন্য অত্যাবশ্যক, এবং এই কল্যাণমূলক প্রকল্পগুলিকে ""ফ্রি কি রেভদি" বলা যাবে না। তার কথায়,মানসম্মত শিক্ষা একটি প্রজন্মের মধ্যে দারিদ্র্য দূর করতে সাহায্য করতে পারে। "শিক্ষা বিপ্লবের কারণে একজন দরিদ্র মানুষের সন্তান দিল্লিতে আইনজীবী বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে পারে। স্বাধীনতা দিবসের এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন যে তিনি দরিদ্রদের বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করে কিছু ভুল করেছেন কিনা।
কেজরিওয়াল আরো বলেন, ''আমরা সরকারি হাসপাতালের পরিকাঠামোর উন্নতি করেছি এবং মহল্লা ক্লিনিক স্থাপন করেছি। দিল্লিতে প্রত্যেকেরই বিনামূল্যে স্বাস্থ্যসেবার অ্যাক্সেস রয়েছে। মানুষকে ভালো স্বাস্থ্যসেবা দেওয়া ফ্রি কি রেভদি নয়।"