নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশে বাঁধ বিপর্যয়ের সতর্কতার পর আশ্রয় শিবিরে স্থানান্তরিত হওয়া গ্রামবাসীরা ঘরে ফিরেছে। রবিবার একটি চ্যানেলের মাধ্যমে জল ছাড়ার পর তারা ঘরমুখো হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই সকল কর্মকর্তা ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন যারা নির্মাণাধীন বাঁধ ভাঙার খবর পাওয়ার পরে বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছেন।মুখ্যমন্ত্রী আর্থ-মুভিং মেশিনের চালকদের জন্য প্রত্যেককে দুই লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যারা বাঁধের জলাধার থেকে জল ছাড়ার জন্য একটি চ্যানেল খনন করেছিলেন।