নিজস্ব সংবাদদাতা ঃ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের অষ্ঠম ছবির নাম ‘কিশমিশ’। তাতে অভিনয় করছেন দেব নিজে। আর অবশ্যই থাকছেন রুক্মিণী মৈত্র। আর সেখানেই মায়ের হাতে ক্ল্যাপস্টিক ধরিয়ে দিলেন দেব । দেব ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ছবির মহুরত থেকে আমার প্রিয় মুহূর্ত।”