নিজস্ব সংবাদদাতাঃ আজ ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস। ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা অর্জন করেছিল দেশ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা দেশে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ১৩ অগাস্ট থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচিও। আজ রাজ্য তথা দেশজুড়ে প্রভাতফেরী, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা হবে। বাড়িতে বাড়িতে জতীয় পতাকা উত্তোলনের সঙ্গে ফেসবুক, টুইটার-সহ সোশ্যাল মিডিয়ায় ঢেকেছে তিরঙ্গায়। আজ দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে ভাষণও দেবেন তিনি। এসবের আগে এদিন সকালবেলা দেশবাসীকে ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি টুইটে লেখেন, "দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ!"