নিজস্ব সংবাদদাতাঃ নিউ ক্যালেডোনিয়ার নুমিয়ার পূর্ব দিকে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে সোমবার জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। জানা গিয়েছে, নুমিয়ার পূর্ব দিকে ৪৭৭ কিমি দূরে এবং ১৭০ কিমি গভীরতায় নিউ ক্যালেডোনিয়ার উপর ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এর আগে নিউ ক্যালেডোনিয়ার নুমিয়ার পূর্ব দিকে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।