ছয় মাসে সৌদি আরামকোর মুনাফা ৮৮ বিলিয়ন ডলার

author-image
Harmeet
New Update
ছয় মাসে সৌদি আরামকোর মুনাফা ৮৮ বিলিয়ন ডলার

নিজস্ব সংবাদদাতাঃ সৌদি আরবের তেল কোম্পানি আরামকো গত ছয় মাসে ৮৮ বিলিয়ন ডলার মুনাফা করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে গত বছরের তুলনায় এই বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৯০ শতাংশ। এই মুনাফা দেশটির এবং ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রভাব ছড়ানোর ক্ষেত্রে আশীর্বাদ। বছরের প্রথম ছয় মাসে আরামকোর এই মুনাফায় ভূমিকা রেখেছে দ্বিতীয় প্রান্তিকের আয়। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪৮.৪ বিলিয়ন ডলার। ২০২১ সালের প্রথমার্ধের মুনাফার (৪৭ বিলিয়ন ডলার) চেয়ে যা বেশি। আরামকো জানিয়েছে, ২০১৯ সালে সৌদি শেয়ার বাজারে ৫ শতাংশ মালিকানা ছেড়ে দেওয়ার পর এটি কোনও প্রান্তিকে মুনাফার রেকর্ড।



কোম্পানিটি বলেছে, অপরিশোধিত তেলের চড়া মূল্য ও বিক্রির পরিমাণ মুনাফায় সহযোগিতা করেছে। সৌদি আরবে তেলের বিশাল মজুত রয়েছে এবং বিশ্বে সস্তায় তেল উৎপাদনকারী একটি দেশ। আরামকোর আর্থিক অবস্থা সৌদি আরবের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে কয়েক বছরের চেষ্টার পরও দেশটিকে তেল ও গ্যাস বিক্রির ওপর নির্ভর করতে হচ্ছে।