ফোন ধরে ‘হ্যালো’ নয়, বলতে হবে ‘বন্দে মাতরম্’, দায়িত্ব পেয়েই নির্দেশ মন্ত্রীর

author-image
Harmeet
New Update
ফোন ধরে ‘হ্যালো’ নয়, বলতে হবে ‘বন্দে মাতরম্’, দায়িত্ব পেয়েই নির্দেশ মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ ফোন ধরে ‘হ্যালো’ বলার দিন শেষ। বলতে হবে, ‘বন্দে মাতরম্’। রাজ্যের সরকারি কর্মী এবং আধিকারিকেরা এবার থেকে কারও ফোন ধরলে ‘বন্দে মাতরম্’ বলবেন। রবিবার এমনই নির্দেশ দিলেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গানতিওয়ার। তিনি জানান, শীঘ্রই এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।



রবিবার সুধীরকে সংস্কৃতি বিষয়ক দফতরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তারপরেই এমন নির্দেশ দিলেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘হ্যালো একটি ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ আমাদের পরিত্যাগ করা উচিত। বন্দে মাতরম্ কোনও শব্দ নয়। এটি একটি অনুভুতি যা প্রত্যেক ভারতীয়ের কাছে গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপন করছি। তাই আমি চাই, সরকারি কর্মী ও আধিকারিকেরা ফোন ধরে এখন থেকে হ্যালোর পরিবর্তে ‘বন্দে মাতরম্’ বলবেন।’’