নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি। ছাড়া হল হিরাকুদ বাঁধের জল। আর তার জেরে ওড়িশার সম্বলপুরে ডুবে গেল অন্তত ১০০টি বাড়ি। জেলাশাসক জানিয়েছেন, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেকারণে জেলায় বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে। জেলাশাসক অনন্যা দাস বলেন, ‘‘প্রবল বৃষ্টি, সেই সঙ্গে হিরাকুদ বাঁধের ৩৪টি গেট খোলা হয়েছে। এর ফলে সম্বলপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ১০০টি বাড়ি ডুবে গিয়েছে। ত্রাণ শিবির খোলা হয়েছে।’’ বাঁধের উচ্চতা ৬৩৬ ফিট। সেখানে জলের উচ্চতা ছিল ৬১৬.৬০ ফিট। সেকারণে লক গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকাল ৯টা নাগাদ খুলে দেওয়া হয় লকগেট।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা ওড়িশা এবং ছত্তীসগঢ়ের কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। ১৮ অগাস্ট ওড়িশায় হবে অতি ভারী বৃষ্টি। সেকারণে আগে থেকে প্রস্তুত প্রশাসন।