স্বাধীনতা দিবসে ঋষি অরবিন্দের সেলে যেতে চান পার্থ

author-image
Harmeet
New Update
স্বাধীনতা দিবসে ঋষি অরবিন্দের সেলে যেতে চান পার্থ

ssনিজস্ব সংবাদদাতাঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন তিনি। প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে তাঁকে। জেলেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন পার্থ। এমনটাই জানা গিয়েছে জেল সূত্রে। এমনকি প্রেসিডেন্সি সেলের ঋষি অরবিন্দ সেলেও যেতে পারেন তিনি। সেখানে যাওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে পার্থ ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে। সেই অনুরোধের মান্যতা দিতে পারেন জেল কর্তৃপক্ষ। 


স্বাধীনতা দিবসের পাশাপাশি সোমবার ঋষি অরবিন্দের জন্মদিনও। সোমবার তাঁর জন্মের সার্ধশতবর্ষ। প্রেসিডেন্সি জেলে দীর্ঘদিন ছিলেন ঋষি অরবিন্দ। সেথানে তাঁর নামে একটি সেলও রয়েছে। প্রতি বছরই সেই সেলে অরবিন্দের জন্মদিন পালিত হয়। আগামী কালও সেখানে পালিত হবে অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষের অনুষ্ঠান। শনিবার চিকিৎসকের কাছে যাওয়ার সময় এই সেলের সামনে দিয়েই যেতে হয়েছে পার্থকে। তারপরই অরবিন্দের জন্মদিনের অনুষ্ঠানে সেখানে যাওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থের সেই ইচ্ছা জেল কর্তৃপক্ষ পূরণ করতে পারেন বলে জানা গিয়েছে।