নিজস্ব সংবাদদাতাঃ ২৪ ঘণ্টার মধ্যে এলাকার প্রায় ৪০ জন খেলেন পাগল কুকুরের কামড়। এ ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বর পৌর এলাকায়। শ্রাবণী মেলা উপলক্ষে বর্তমানে তারকেশ্বরে নেমেছে পুণ্যার্থীদের ঢল। শিবের মাথায় জল ঢালতে দেশের নানা প্রান্ত থেকে তারকেশ্বরে ভিড় জমিয়েছেন ভক্তের দল। এর মধ্যেই এ ঘটনায় স্বভাবতই উদ্বেগ বেড়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, শনিবার রাতে প্রায় ১৮ জনকে কুকুর কামড়ায়। রবিবার সকালে কুকুরের কামড় খান আরও ২০-২৫ জন। একটি পাগল কুকুরই এলাকায় এ কাণ্ড ঘটিয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে কুকুরের কামড় খেতেই চিকিৎসার জন্য আক্রান্তদের ভিড় বাড়তে থাকে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে। কার্যত লাইন পড়ে যায় হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত ৪০ জনের বেশি আক্রান্ত চিকিৎসা পরিষেবা নিয়েছেন হাসপাতাল থেকে। স্থানীয় সূত্রে খবর, আক্রান্তের সংখ্যা আরও বেশি। তবে যে পাগল কুকুরটি এ কাণ্ড ঘটাচ্ছে সেটির অবস্থান সম্পর্কে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও খোঁজ মেলেনি। তারকেশ্বর গ্রামীন হাসপাতালের মেডিকেল অফিসার শুভজিৎ মন্ডল বলেন, “গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় চল্লিশ জন ডগ বাইট নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। সকলকেই উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। কুকুরটির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন কে জানানো হয়েছে।”