মিশরের কায়রোর গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৪১

author-image
Harmeet
New Update
মিশরের কায়রোর গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৪১

নিজস্ব সংবাদদাতাঃ মিশরের রাজধানী কায়রোতে একটি কপটিক খ্রিস্টান গির্জায় আগুন লেগে মৃত্য়ু হল ৪১ জনের। মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এর পাশাপাশি আরও অন্তত ৫৫ জন গুরুতর আহত হয়েছেন। এই জেলায় মূলত শ্রমজীবী মানুষ বসবাস করেন। রবিবার, জেলার আবু সিফাইন গির্জায় গণসমাবেশ উপলক্ষে অন্তত ৫০০০ জন উপাসক জড়ো হয়েছিল। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ​​জেলা ইম্বাবার আবু সিফাইন গির্জায় আগুন লেগে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, জরুরি ভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

                 

কপটরা হল মধ্যপ্রাচ্যের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়, মিশরের মোট ১০৩ মিলিয়ন জনসংখ্যার মধ্যে অন্তত ১০ মিলিয়ন মানুষ কপটরা। উত্তর আফ্রিকার দেশ মিশর আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এখানে বারেবারে সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছেন। বিশেষ করে ২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর সংখ্যালঘুদের গির্জা, স্কুল এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবদেল ফাত্তাহ আল-সিসি প্রথম মিশরীয় রাষ্ট্রপতি যিনি প্রতি বছর কপটিক ক্রিসমাস গণে অংশ নেন। সম্প্রতি ইতিহাসে প্রথমবারের মতো সাংবিধানিক আদালতের প্রধানের জন্য একজন কপটিক বিচারক নিয়োগ করেছেন তিনি।