চোলাই মদ রাখা বাড়ি ভেঙে দিল একটি হাতি

author-image
Harmeet
New Update
চোলাই মদ রাখা বাড়ি ভেঙে দিল একটি হাতি

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ বর্ষা শুরু হতে চাষের আনন্দে কৃষকদের মুখে যখন হাসি ফুটছে, সেই সময় একপাল হাতি চিন্তায় ফেলেছে মেদিনীপুর সদর ব্লকের কৃষকদের। দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম জেলায় হাতির পালটি দাপানোর পর রবিবার ভোরবেলায় কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়াতে প্রবেশ করে। বন দফতর জানিয়েছে, ৩০-৩৫ টি হাতি রয়েছে ওই পালে। রয়েছে রামলাল নামে (স্থানীয়দের দেওয়া) হাতিটিও। হাতির পালটি মানিকপাড়া থেকে নদী পেরিয়ে ধেড়ুয়াতে ঢোকার সময় চাঁইপুর গ্রামে জিতেন টুডু নামে এক আদিবাসী পরিবারের বাড়ি ভেঙে ফেলে। 

স্থানীয়রা জানিয়েছে, রামলাল-ই বাড়িটি ভেঙেছে। ওই বাড়িতে চোলাই মদ রাখা ছিল। সেই কারণেই বাড়ি ভেঙেছে বলে অনুমান বন দফতরের। খবর পেয়ে সকালে পরিদর্শনে যান বনকর্মীরা ও ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজল সিংহ। বর্ষা থেকে রক্ষা পেতে আপাতত ত্রিপল দিয়েছে পঞ্চায়েত। হাতির পালটি এই মুহূর্তে চাঁদড়ার রেঞ্জের আমগোবরার জঙ্গলে ডেরা বেঁধেছে। ঝাড়গ্রামে কয়েকমাস ধরে ব্যাপক তাণ্ডব চালানোর পর হাতির পাল মেদিনীপুর সদর ব্লকে চলে আসায় দুশ্চিন্তায় পড়েছেন ওই এলাকার কৃষকরা। বেশ কয়েক দিন আগেও বৃষ্টি না হওয়াতে ধান রোয়ার কাজ বন্ধ ছিল। কয়েক দিনের বৃষ্টিতে জমিতে জল জমা শুরু হয়েছে। ধান রোয়ার কাজও শুরু হয়েছে জোর কদমে। স্বাভাবিকভাবেই হাসি ফুটেছিল কৃষকের মুখে। কিন্তু হঠাৎ করে হাতির পালের উপস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। স্থানীয় কৃষকদের বক্তব্য, এই সময় যদি হাতি তছনছ করে দেয়, তাহলে সমস্ত পরিশ্রমই বৃথা যাবে। গ্রামবাসীরা দাবি করেছেন, হাতির দল যাতে জঙ্গল ছেড়ে ধানজমি বা লোকালয়ে প্রবেশ করতে না পারে সেই দিকে নজর দিক বনদফতর।