নিজস্ব সংবাদদাতাঃ "অনেক বীর এবং তাঁদের সংগ্রামের কথা আমরা প্রায় ভুলে যেতে বসেছিলাম। বিশেষ করে কৃষক ও উপজাতিদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা দেশের জন্য নিজেদের নিয়োজিত করেছিলেন।
১৫ নভেম্বরকে 'জনজাতি গৌরব দিবস' হিসেবে পালনের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। কারণ আমাদের উপজাতীয় বীররা কেবল স্থানীয় বা আঞ্চলিক আইকনই নন, তাঁরা সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেন", দিল্লি থেকে বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।