নিজস্ব সংবাদদাতা : বেহালার অনুষ্ঠান থেকে ইডি-সিবিআই তদন্ত নিয়ে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার মানুষকে সাবধান করে বলেন, ''বিজেপি যাই বলুক না কেন গায়ে হাত দেবেন না।''
মমতার কথায়, ''২০২৪-এ নরেন্দ্র মোদীর সরকার টিকবে না।'' বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ, তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে গেরুয়া শিবির। কিন্তু তা সফল হবে না বলেও স্পষ্টতই জানিয়ে দেন তিনি। বলেন, ''বলছে ববি কে অ্যারেস্ট করো, ফিরহাদকে গ্রেফতার করো। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার।'' মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচার তদন্ত কেন হবে না, সেই প্রশ্নও তোলেন মমতা। বলেন, ''আমি জানি ওদের প্ল্যান। বাংলা ভাঙতেস চাইছে মহারাষ্ট্রের মতো। মুখ্যমন্ত্রীর দিল্লি যায়া নিয়ে বিজেপি কটাক্ষের সুরে বলেছিল, সেটিং করতে গিয়েছেন। এরও পাল্টা দিয়েছেন মমতা। বলেছেন, সেটিং করতে যাইনি।যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে বৈঠক করতে গিয়েছিলাম।দিল্লি গেলেই বলবে সেটিং করতে যাচ্ছি। রাজ্যের বকেয়া টাকা চাইতে যাব না?''