নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার গ্রাম। এই গ্রামে পঞ্চায়েতের পরিত্যক্ত বাসট্যান্ডকে চায়ের দোকান বানিয়েছেন গ্রামের এক বেকার যুবক। স্থানীয়দের একাংশের অভিযোগ, পঞ্চায়েতের বাস স্ট্যান্ড দখল করে চায়ের দোকান করা হয়েছে ।অভিযোগ মিথ্যা বলে জানান গৌরবাজার পঞ্চায়েতের উপপ্রধান হরেন পাল।
হরেন বাবু বলেন, 'গৌরবাজার বাসস্ট্যান্ডের পুরনো বাসস্ট্যান্ডটি জীর্ণশীর্ণ অবস্থায় ছিল । সে কারণেই পঞ্চায়েত গৌরবাজার বাসস্ট্যান্ডে ইতিমধ্যেই একটি নতুন সুন্দর আধুনিক বাসস্ট্যান্ড তৈরি করেছে । গ্রামের এক বেকার যুবক পঞ্চায়েতের কাছে আবেদন করে । আবেদনে সে জানায় যে একটা চায়ের দোকান করবে সেই পরিত্যক্ত বাসস্ট্যান্ডে। এর জন্য প্রাথমিকভাবে মেরামতি সেই করবে । পঞ্চায়েতের উপপ্রধান জানান আবেদনের ভিত্তিতে পঞ্চায়েতের সর্বসম্মতিক্রমে চুক্তিভিত্তিক ভাবে পঞ্চায়েতের পরিত্যক্ত বাসস্ট্যান্ডটিকে চা দোকান করবার জন্য অনুমতি দেওয়া হয় ওই যুবককে ।'অন্যদিকে গ্রামেরই আরেক শ্রেণীর মানুষ গ্রামের বেকার যুবকের পাশে দাঁড়ানো পঞ্চায়েতের এই মানবিক দিকটির প্রশংসা করেন । যে বেকার ছেলের নতুন করে ঘর করে ব্যবসা করার ক্ষমতা নেই সে পঞ্চায়েতের একটা পরিত্যাক্ত বাসস্ট্যান্ডে ছোট্ট একটা চায়ের দোকান করতে পেরে তার পেট চালাতে সক্ষম হচ্ছে। এটা পঞ্চায়েতের একটা মানবিক মুখ ।