হরি ঘোষ, দুর্গাপুর : শহর দুর্গাপুরের রাস্তায় পরোলৌকিক ক্রিয়াকর্ম। মাথা ন্যাড়া করে, পুজো করে করা হল পরোলৌকিক কাজের যাবতীয় কর্মকান্ড। কিন্তু হঠাৎ এমন উদ্যোগ কেন? স্বাধীনতার মহোৎসব পালিত হচ্ছে এই বছর, আর এই বার এক অভিনব উদ্যোগ নেওয়া হল এক সমাজসেবীর তরফে। দুর্গাপুর ইস্পাত নগরীর চন্ডীদাস মার্কেট গোলায়য়ের কাছে পারিজাত গাঙ্গুলির উদ্যোগে মহম্মদ আলি জিন্নাহ, মাউন্ট ব্যাটেন আর রেড ক্লিফতারদের পারোলৌকিক কাজ করা হল, রীতিমতো মাথা ন্যাড়া করে কর্মীরা পারোলৌকিক কাজ করা হল এই তিন ব্যাক্তির।
যে কর্মকান্ডে ছিল ভোজনের আয়োজন, ছিল এই তিনজনের পিন্ডদান থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম। সমাজসেবী পারিজাত গাঙ্গুলির অভিযোগ, এই তিনজন আমাদের এই দেশকে চক্রান্ত করে ভাগ করেছে এদের ক্ষমা করা যায় না আর তার জন্যই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদের পারোলৌকিক কাজ করা হলো যাতে করে এদের প্রেত্মাতা আর ক্ষতি করতে না পারে এই দেশের।পরোলৌকিক কাজ শেষে শহর জুড়ে দেশের পতাকা নিয়ে একটি বাইক ৱ্যালি বের করা হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।