নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের ১১ আগস্ট আজারবাইজানের বাকু প্রদেশের গারাদাঘ জেলায় একটি মাটির আগ্নেয়গিরির (Mud Volcano) বিস্ফোরণ ঘটেছে। তীব্র গতিতে হাওয়ায় বড় বড় মাটির স্তূপ উড়তে দেখা গিয়েছে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। মাটির আগ্নেয়গিরি পৃথিবীর অনেক দেশেই পাওয়া যায়।