নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : গড়বেতা ৩ নং ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের দ্বারিগেড়ীয়া মৌজায় অবস্থিত ব্লকের একমাত্র সেন্ট্রাল বাসষ্ট্যান্ডটিতে অবৈধ ভাবে বসানো দোকানের আবর্জনা, নোংরা দ্রব্য, চায়ের কাপ, প্লাষ্টিক জাতীয় ফেলা পদার্থের ফলে বাসষ্ট্যান্ডটির নিকাশী নালা গুলো বুজে গিয়ে বেহাল দশা। তার উপর দীর্ঘকাল যাবৎ ও পরিকল্পিত সংস্কার না হওয়ায় তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত। যার ফলস্বরূপ ঘটছে দুর্ঘটনা। এখন চন্দ্রকোনারোড বাসষ্ট্যান্ড মানেই নরকের বিভীষিকার সেই ভীষন রূপ চাক্ষুষ প্রত্যক্ষ করা।
স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের যেমন অসুবিধা, তেমনই বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধী থেকে শুরু করে বাসষ্ট্যান্ডে আগত শারীরবৃত্তীয় সমস্যায় জেরবার থাকা প্রতিটা নাগরিকের সমস্যা এই বাসষ্ট্যান্ড ঘিরে। এই বাসষ্ট্যান্ড থেকে চতুর্মুখী যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। এখান থেকেই বাঁকুড়া-বিষ্ণুপুর থেকে ঘাটাল আরামবাগগামী যেমন বাস চলাচল করে তেমনই মেদিনীপুর খড়গপুর থেকে শুরু করে সারেঙ্গা সহ ঝাড়গ্রামের মতো প্রত্যন্ত জঙ্গলমহলের গাড়িও মেলে। এ হেন ভরসা যোগ্য বাসষ্ট্যান্ডের এমন জীর্ণদশা ঘিরে প্রশ্ন চন্দ্রকোনারোডবাসীর। তাদের দাবি, অবৈধ ভাবে বসানো দোকান গুলো উচ্ছেদ করা হোক ও চন্দ্রকোনারোড বাসষ্ট্যান্ডটির পূর্ণ সংস্কার করা হোক।