প্রবল বৃষ্টিতে নদীতে জলস্তর বেড়ে বিপত্তি

author-image
Harmeet
New Update
প্রবল বৃষ্টিতে নদীতে জলস্তর বেড়ে বিপত্তি

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : গত কয়েকদিন ধরে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রামের উপর দিয়ে প্রবাহিত ডুলুং নদীতে বাড়লো জলের স্রোত। ডুলুং নদীতে জল বাড়ায় জামবনি ও চিল্কিগড়ের মাঝে থাকা সাঁকোর উপর দিয়ে বইছে জল। এর ফলে ৫০ - ৬০ টি গ্ৰামের বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন।

আমলিয়া,আমডাঙ্গা,জামবনী,চিল্কিগড়,মুড়া সহ একাধিক গ্ৰামের বাসিন্দাদের বক্তব্য, প্রতি বছর বৃষ্টির দিনে তাদের দুর্ভোগে পড়তে হয়। প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর মিলেছে প্রতিশ্রুতি, কিন্তু তা বাস্তবে পরিণত হয়নি। ডুলুং নদীতে হড়পা বান এলে গিধনি প্রান্তের প্রায় ৫০ - ৬০ টি গ্রামের বাসিন্দাদের অনেক ঘুরপথে জামবনি থানা ও মহকুমা সদর ঝাড়গ্রামে পৌঁছতে হয়। এর জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। এমনকি ঝাড়গ্রামের সঙ্গে জামবনি ব্লকের কেন্দ্রস্থল গিধনীর সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।