ডিপিএল বিক্রি নিয়ে অপপ্রচার, দাবি করে তৃণমূল শ্রমিক সংগঠনের সভা

author-image
New Update
ডিপিএল বিক্রি নিয়ে অপপ্রচার, দাবি করে তৃণমূল শ্রমিক সংগঠনের সভা

হরি ঘোষ, দুর্গাপুর: ডিপিএল বিক্রি নিয়ে বাম, বিজেপির অপপ্রচার দাবি করে  তৃণমূল শ্রমিক সংগঠনের পাল্টা সভা।

২০ জুলাই ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ডিপিএলের জমি কোনভাবেই বিক্রি করতে দেবেন না, জমি আন্দোলনে তিনি ডক্টরেট করেছেন।

এটি মিথ্যা প্রচার, অভিযোগ তুলে শুক্রবার একই জায়গায় সভা করলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি। এদিন বিশ্বনাথ পারিয়াল অভিযোগ করেন,  উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সরকারকে বদনাম করার চেষ্টা করছে। রাজ্য সরকার ডিপিএল কে পুনরুজ্জীবন করার চেষ্টা চালাচ্ছে। সংস্থার আবাসন দখল করে যারা রয়েছে তাদেরকেই উচ্ছেদের কথা বলা হয়েছে।