নিজস্ব সংবাদদাতাঃ ১৪ আগস্ট সকাল থেকে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বহু এলাকায় হচ্ছে বৃষ্টি। স্বাধীনতা দিবসের দিনেও কি আকাশের মুখ ভার থাকবে? আবহাওয়া দফতরের যে আভাস, তাতে সোমবারও বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
১৪
এদিন দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হতে পারে বৃষ্টি।