সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: মহিলা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে তৎপর আলিপুরদুয়ারের জেলা তৃণমূল। বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় পাঁচটি আসনেই ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এরপর থেকেই জেলা তৃণমূল কংগ্রেসের নেতারা নড়েচড়ে বসে। শুরু হয় দলীয় পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ। স্বাভাবিক ভাবেই উঠে আসে মহিলা তৃণমূল কংগ্রেসের উপর জোর দেওয়ার মতো বিষয়। এই মহিলা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে শুক্রবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের গ্রামপঞ্চায়েতে অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন করা হয়েছে। মোট ১৮ জনের সদস্য নিয়ে করা হয়েছে এই কমিটি। এই অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করা হয়েছে নিশা লামাকে। নতুন এই সভানেত্রীকে পেয়ে কর্মীদের মধ্যে যথেষ্টই উচ্ছ্বাস দেখা গিয়েছে।