আবারও লোকালয়ে হাতি, আতঙ্কিত গ্রামবাসীরা

author-image
New Update
আবারও লোকালয়ে হাতি, আতঙ্কিত গ্রামবাসীরা

দ্বিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: আবারও লোকালয়ে হাতি। একটি হাতি সোজা ঢুকে পড়ে গোয়ালতোড় থানার গাংদুয়ারি গ্রামে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত  লোকালয়ে এসে পড়া হাতিকে নিয়েই মেতে রইল এলাকার মানুষ। বনদপ্তর সুত্রে জানা যায়, শুক্রবার সকালে শালবনী পীড়াকাটা বনাঞ্চলের কাদড়ার জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি জঙ্গলের ভেতর দিয়ে সোজা গোয়ালতোড়ের রাজ্য সড়কে উঠে পড়ে। লোকালয়ে এসে পড়ায় একদিকে যেমন মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়, তেমনই এলাকার যুবকদের হাতির সামনে পেছনে ছোটাছুটি করে মজা নিতেও দেখা যায়। এরপর হাতিটি লোক সমাগম দেখে হাটা দিতে শুরু করে, সামনেই জঙ্গল অধ্যুষিত গাংদুয়ারি গ্রামের রাস্তা পেতেই ঢুকে পড়ে সেই গ্রামে। তবে গ্রামে ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষেরা। ইতিমধ্যেই স্থানীয় মানুষেরা খবর দিয়েছে বনদপ্তরে। এলাকার মানুষেরা জানান, রাত্রি হওয়ার আগে হাতিটিকে জঙ্গলের ভেতরে না ঢোকালে গ্রামের ঘরবাড়ি থেকে ফসলের ক্ষতির আশঙ্কা থেকে যাবে।