ন্যাটোতে সুইডেন ও ফিনল্যাণ্ডের অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছাস প্রকাশ করলেন জো বাইডেন

author-image
Harmeet
New Update
ন্যাটোতে সুইডেন ও ফিনল্যাণ্ডের অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছাস প্রকাশ করলেন জো বাইডেন


নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার সমর্থনে ন্যাটোতে নিজেদের স্থান পাকা করে নিয়েছে সুইডেন ও ফিনল্যান্ড। এবার ন্যাটোতে এই ২ দেশের অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছাস প্রকাশ করলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। 

Biden formalizes US support for Finland, Sweden joining NATO | AP News

তিনি ট্যুইট করে বলেন, "গত সপ্তাহে, সিনিট ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানের জন্য মার্কিন সমর্থন অনুমোদন করেছে এবং এই সপ্তাহের শুরুতে আমি এটিকে আনুষ্ঠানিক করার জন্য নথিতে স্বাক্ষর করেছি। আমি ২ দেশের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি। সদস্যপদ আমাদের জোটকে আরও শক্তিশালী করবে"।

NATO - News: Finland and Sweden submit applications to join NATO,  18-May.-2022