দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ
বেশ কয়েকদিন ধরেই মেদিনীপুর শহরে পালক বিক্রি করছিলেন উত্তরপ্রদেশের দুই ব্যক্তি। বিষয়টা জানতে পেরে তাদের গ্রেফতার করল বন দফতর। বন দফতর থেকে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি অরবিন্দ সিং, রাজেন্দ্র সিং। উত্তরপ্রদেশের বাসিন্দা। কয়দিন ধরেই তারা মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় ময়ূরের পালক বিক্রি করছিলেন। জনৈক ব্যক্তি তাদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্ট দেখতে পেয়ে ওই দুই ব্যক্তির খোঁজ চালায় বনকর্মীরা। শহরের কেরানীতলা থেকে তাদের গ্রেফতার করে শনিবার মেদিনীপুর আদালতে তোলা হয়। জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সূত্রের খবর, ধৃত ব্যক্তিরা স্বীকার করেছে ময়ূর মেরে তার পালক নিয়ে এসেছেন বিক্রি করতে। তাদের সঙ্গে আরও এক ব্যক্তি রয়েছে। তারও খোঁজ চালাচ্ছে বন দফতর।