নৌকা র‍্যালিতে সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
নৌকা র‍্যালিতে সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি-আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে এবং 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচীকে বাস্তবায়ন করার লক্ষ্যে শনিবার ত্রিপুরার পর্যটন ক্ষেত্র ডম্বুর জলাশয়ে জাতীয় পতাকা নিয়ে নৌকা র‍্যালিতে সামিল হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।


তিনি বলেন, 'আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে আজ গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্জে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে অংশগ্রহণ করি। নারকেল কুঞ্জের ডম্বুর জলাশয়ে মোটর ইঞ্জিন চালিত বোটের সুদৃশ্য শোভাযাত্রাতে জাতীয় পতাকা নিয়ে 





'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে সামিল হয়ে আমি খুবই আনন্দিত ও অভিভূত। রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে এই মনোরম স্থান পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা রাখি।





এই এলাকা আগামীদিনে আরো কিভাবে সুন্দর করা যায় এবং পর্যটকদের কাছে আকর্ষিত করা যায় এনিয়ে রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।'