নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন স্বাধীনতা দিবস। তার আগে দেশ জুড়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নজরে রয়েছেপ পাঞ্জাব। কারণ সেটি সীমান্ত রাজ্য। "পাঞ্জাব একটি সীমান্ত রাজ্য।
/)
রেল স্টেশন, ট্রেন এবং ট্র্যাকগুলিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। আমরা ক্রমাগত চেকিং করছি। ডগ স্কোয়াডও ব্যবহার করা হচ্ছে", অমৃতসর রেলওয়ে স্টেশনে বলেছেন এডিজিপি আরপিএফ এমএফ ফারুকি।