দিগ্বিজয় মাহালী, ঝাড়গ্রাম : সাঁকরাইলের বালিভাসা, কাশিডাঙ্গা এলাকায় চাষের জমিতে রামলাল। ফসলের ক্ষতির আশঙ্কা। শনিবার সাতসকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিভাসা, কাশিডাঙ্গা গ্রামে আচমকা চলে আসে রামলাল। তারপর চাষের জমিতে গিয়ে তান্ডব শুরু করে সে। গ্রামবাসীরা রামলাল হাতিটিকে ধান চাষের জমি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু যেভাবে রামলাল ধান চাষের জমিতে দাঁপিয়ে বেড়াচ্ছে তাতে ধান চাষের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে রামলাল যাতে লোকালয়ে ঢুকে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে গ্রামবাসীরা।
বালিভাসা, কাশিডাঙ্গা গ্রামে রামলাল ঢুকে পড়ায় গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। গ্রামবাসীদের সহযোগিতায় রামলালকে ধান চাষের জমি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বন দফতর এর কর্মীরা। রামলাল যে ভাবে দাঁপিয়ে বেড়াচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামগুলির বাসিন্দারা। বনদফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন দফতরের কর্মীরা রামলালের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে।