নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : আজাদিকা অমৃত মহোৎসবের অংশ হিসেবে শনিবার সকালে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করতে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তবে রাজ্যের তরফে কোনো অনুমোদন এসে পৌঁছয়নি মেদিনীপুরে। আর সেই কারণেই সংশোধনাগারে প্রবেশ করতে পারলেন না তিনি। জাতীয় পতাকা উত্তোলন না করেই ফিরতে হল তাঁকে।
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে গোটা বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রককে লিখিতভাবে জানানো হবে বলেও জানিয়েছেন। পাল্টা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অজিত মাইতি। কেন এই বিপত্তি? এ নিয়ে অবশ্য কোনও উত্তর মেলেনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে। ক্যামেরা দেখে কার্যত লুকিয়েই পালিয়েছেন তারা।