New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : শিলাবতী নদীতে সাঁতরে পারাপার করতে গিয়ে তলিয়ে যায় এক ব্যক্তি। ১২ আগস্ট অর্থাৎ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের খাঁপুর গ্রামে। জানা যায়, চাষের জন্য শিলাবতী নদীতে সাঁতার কেটে নদীর অপরপ্রান্তে বীজতলা আনতে গিয়ে তলিয়ে গিয়েছিল খাঁপুর গ্রামেরই কাশীনাথ বধূক(৫৫) নামের এক ব্যক্তি।
ঘটনা প্রসঙ্গে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,কাশীনাথবাবুর স্ত্রী চাঁপা বধূককে নদীর পাড়ে রেখে ভরা নদীর জলে সাঁতার কেটে অপরপ্রান্তে হীরাধরপুর গ্রামে গিয়েছিলেন। ফেরার সময়েও সাঁতার কেটে নদী পার হতে গেলে স্ত্রী এপাড় থেকে নিষেধ করা সত্বেও না শুনেই সাঁতার কেটে বাড়ি ফিরতে গেলে ভরা নদীর মাঝখানে গিয়ে ঢুবতে থাকলে তা লক্ষ্য করে স্ত্রী চাঁপাদেবী, চিৎকার চেঁচামেচি করলেও ততক্ষনে তলিয়ে যায় ওই ব্যক্তি। পরিবারের দাবি, গতকাল দিনভর স্থানীয়রা জাল ফেলে খোঁজ চালায় কিন্তু লাভ হয়নি। গতকাল ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ প্রশাসন। শনিবার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ও ব্লকের বিডিওর তৎপরতায় সকাল থেকে খড়গপুর থেকে সিভিল ডিফেন্সের একটি টিম আনিয়ে স্পিডবোট দিয়ে নদীতে খোঁজ চালানো হয়। প্রশাসন সূত্রে জানানো হয়,এদিন সকাল থেকে খোঁজ চলে, তার কিছু পরেই খাঁপুর গ্রামেই নদী থেকে উদ্ধার হয় কাশীনাথ বধূকের দেহ। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।ঘটনায় শোকের ছায়া এলাকায়।
BDO
agriculture
dead
farming
westmidnapur
speedboat
kashinathbadhuk
chapadevi
bijtala
khapur
monoharpur
shilabatiriver
drownman
chandrakona
body