ভেঙে পড়ল পাকিস্তানে অবস্থিত মহারাজা রঞ্জিত সিং এর পৈতৃক হাভেলি

author-image
Harmeet
New Update
ভেঙে পড়ল পাকিস্তানে অবস্থিত মহারাজা রঞ্জিত সিং এর পৈতৃক হাভেলি

নিজস্ব প্রতিনিধি-পাকিস্তানের গুজরানওয়ালা শহরে শুক্রবার মহারাজা রঞ্জিত সিংয়ের পৈতৃক হাভেলির ছাদ ধসে পড়ে।"শের-ই-পাঞ্জাব" মহারাজা রঞ্জিত সিং-এর হাভেলিটিকে কর্তৃপক্ষ কিছু দিন আগেই ঐতিহাসিক পর্যটন স্থানে রূপান্তরিত করার জন্য নিরাপদ ঘোষণা করা সত্ত্বেও এটি ভেঙে পড়ে।





জেলার সহকারি কমিশনার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে উক্ত হাভেলি পরিদর্শনও করেন এবং এটিকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করেন।এটি পর্যটকদের জন্য, বিশেষ করে ভারত থেকে আগত শিখদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছিল।শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজা শের-ই-পাঞ্জাব মহারাজা রঞ্জিত সিং ১৭৮০ সালের ১৩ই নভেম্বর এই বাড়িতে জন্মগ্রহণ করেন। সারা বিশ্বের শিখদের কাছে হাভেলির গুরুত্ব রয়েছে।এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকারের গাফিলতির অভিযোগ উঠেছে।