নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে ভারত। তাই ভারতবাসীর জন্য শুভেচ্ছা এল মহাকাশ থেকেও। ইতালীয় মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি ইসরো-র গগনযান প্রকল্পের সাফল্যের কামনা করেছেন।
সামান্থা বলেন,"আইএসএ, নাসা এবং সমস্ত আন্তর্জাতিক অংশীদারদের পক্ষ থেকে আমি ইসরো-কে শুভ কামনা জানাতে চাই। কারণ তারা গগনযান প্রকল্পে কাজ করছে মহাকাশে মানুষ পাঠানোর জন্য। ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের জন্য আমরা ইসরো-র সঙ্গে কাজ করব, আমাদের অংশীদারিত্ব আরও বাড়াব।"