নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের সর্বোচ্চ চেনাব রেল সেতুর গোল্ডেন জয়েন্ট আজ চালু হচ্ছে। এ বিষয়ে কোঙ্কন রেলওয়ের চেয়ারম্যান ও এমডি সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, 'এটি একটি দীর্ঘ যাত্রা ছিল। 'গোল্ডেন জয়েন্ট' শব্দটি সিভিল ইঞ্জিনিয়ারদের দ্বারা উদ্ভাবিত হয়েছিল। এটি বিশ্বের উচ্চতম রেল সেতু।' স্বাভাবিকভাবেই এই উচ্চতম রেল সেতুটি পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। সেতুটি উদ্বোধন করার পরে প্রায় ১০০ কিলোমিটার গতি বেগে ছুটতে পারবে ট্রেন।