হরি ঘোষ, পান্ডবেশ্বর: শুক্রবার লাউদোহা যুব সমিতি কর্তৃক একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী চারা রোপণের মাধ্যমে। যুব সমিতির সদস্যরা ওই এলাকায় 1000 টি গাছ লাগানোর প্রতিশ্রুতি নেন। এই উপলক্ষে বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র বাংলাকে দূষণমুক্ত করার লক্ষ্যে জনগণকে চারা রোপনের জন্য অনুরোধ করেছেন। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো খুব জরুরি। দেশে যেভাবে দূষণ বাড়ছে, তাতে গাছ লাগিয়েই দূষণকে কম করা সম্ভব। মুখ্যমন্ত্রীর নির্দেশে টিএমসির কর্মীরা, পাশাপাশি বহু সামাজিক সংস্থার লোক বৃক্ষরোপণে অংশ নিচ্ছেন। সরকার বৃক্ষরোপণ প্রকল্পে সম্ভাব্য সকল সহায়তা দেওয়ার কথা বলেছে।“ তিনি সকল মানুষকে একটি গাছ লাগিয়ে যত্ন নেওয়ার আবেদন জানান। নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন যে, তাঁরা পুরো পাণ্ডবেশ্বরে পাঁচ লক্ষ চারা রোপণের অঙ্গীকার নিয়েছেন। ইসিএল প্রশাসন, ডিএসপি, ণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি, দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতি এবং পান্ডবেশ্বরের বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠন এই বৃক্ষরোপণে সহযোগিতার আশ্বাস দিয়েছে।