ট্রাম্পের বাড়িতে অতি গোপনীয় নথি পেয়েছে এফবিআই

author-image
Harmeet
New Update
ট্রাম্পের বাড়িতে অতি গোপনীয় নথি পেয়েছে এফবিআই

নিজস্ব সংবাদদাতাঃ সার্চ ওয়ারেন্টের তথ্য অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে ১১ সেট অতি গোপনীয় ফাইল নিয়ে গেছে তদন্ত সংস্থা এফবিআই। এসব নথিতে ‘টিএস/এসসিআই’ চিহ্ন দেওয়া ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এমন অতি গোপনীয় নথিতে এই চিহ্ন দেওয়া হয়। অসদাচরণের কথা অস্বীকার করে ট্রাম্পের দাবি, এসব নথি প্রকাশ হয়ে যাওয়া।


যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনও অপরাধের তদন্তে কোনও সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালানো হয়। ফ্লোরিডার মার-এ-লাগোতে চালানো এই অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড় চলছে। রিপাবলিকানরা অভিযান চালানোর তীব্র সমালোচনা করলে সার্চ ওয়ারেন্ট প্রকাশে আদালতে আবেদন জানায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। গোপনীয় নথি এবং উপকরণ সরানো আইনে নিষিদ্ধ করা হয়েছে। এই অপরাধের সাজা বাড়ান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন এতে দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।