নিজস্ব সংবাদদাতাঃ ‘গ্রেফতারির পর দলের মনোভাব কী? গ্রেফতারির পর বাইরে প্রতিক্রিয়া কী?' চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চাইলেন অনুব্রত। সিজিও কমপ্লেক্সের ভিজিটার্স রুমে থাকছেন অনুব্রতর চিনার পার্কের বাড়ির কর্মচারী। ‘মেয়ের সঙ্গে কথা বলতে চাই’, সিবিআইয়ের কাছে আবেদন অনুব্রতর। তারপরেই মেয়ের সঙ্গে অনুব্রতের কথা বলিয়ে দেন সিবিআই আধিকারিকেরা। মোবাইল ফোনের স্পিকার অন করে মেয়ের সঙ্গে কথা বললেন অনুব্রত।
শুক্রবার দু’বার ফোনে কথা হয় তাঁদের। বাড়ির খোঁজখবর নেন গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা। এছাড়া চিনার পার্কের ফ্ল্যাটের এক কর্মচারীর সঙ্গেও কথা হয় তাঁর। গ্রেপ্তারির পর দলীয় অবস্থান সম্পর্কে জানতে চান অনুব্রত।